নিজস্ব প্রতিবেদক

 

প্রকাশ:|    অনলাই

 ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে আগামীকাল রোববার প্রতিবাদী পদযাত্রা করবে ও স্মারকলিপি দেবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। 

বিএনপির এই তিন সংগঠনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করবেন নেতা-কর্মীরা। তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

আরো পড়ুন     

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার সকালে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভা হয়। সভায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উচ্ছৃঙ্খল সদস্যরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। উচ্ছৃঙ্খল মব (জনতা) বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে আমরা ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।’

লংমার্চের পরিকল্পনা

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সূত্রে জানা গেছে, বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে তারা ভারতের আগরতলা অভিমুখে ‘লংমার্চ’ করার চিন্তা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ শনিবার রাতে তিন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ তুলছে ভারত সরকার। এ ছাড়া ভারতের অনেক গণমাধ্যমে উসকানিমূলক অপপ্রচার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজিসহ বেশ কিছু ঘটনা বাংলাদেশ-ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপটে বিএনপির তিন সংগঠন ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিল।

 

পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে

 এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে

এবারের টার্গেট খালেদা-তারেক   

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের চট্টগ্রামে বিস্ফোরক মামলার আসামি আবু বক্কর গ্রেপ্তার 

 ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা 

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে : শফিকুল আলম   

সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে: তারেক রহমান

 ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি: জেএসডি