নিজস্ব প্রতিবেদক

 

প্রকাশ: ১৩|    অনলাই

 

মায়ানমারের সংঘাত পরিস্থিতি নিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে ট্রলার চলাচল দুই দিন বন্ধ থাকার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে জরুরি খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে ট্রলার চলাচল শুরু হলে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে তিনটি ট্রলার রওনা দেয়। এসব ট্রলারে খাদ্যসামগ্রী, গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য এবং বেশ কয়েকজন যাত্রী দ্বীপে ফেরেন।

আরো পড়ুন


একই সময়ে সেন্টমার্টিন থেকেও শুটকি নিয়ে একটি ট্রলার ও ১৫ জন যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়।

ট্রলারের লোকজন জানান, নাফ নদীর মায়ানমার সীমানা এড়িয়ে বঙ্গোপসাগরের ঘোলারচর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপ পৌঁছাতে ৫০ মিনিট সময় দরকার। সাগরের এ পথটি অধিকতর নিরাপদ বলেও জানান তারা।

 

শুক্রবারও এসেছে। এতে দ্বীপে বড় ধরনের সংকট দেখা যাচ্ছে না। তবে দ্বীপের মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণভাবে নৌপথের ওপর নির্ভরশীল। নিয়মিত ট্রলার ও যাত্রীবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে কর্তৃপক্ষের আরো মনোযোগ দেওয়া দরকার।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল।